You are currently viewing নেত্রকোনায়া চালু হলো নতুন ক্যাম্পসাইট জুমাং ক্যাম্পিং ও হোমস্টে
Jumang Camping and Homestay, Netrokona

নেত্রকোনায়া চালু হলো নতুন ক্যাম্পসাইট জুমাং ক্যাম্পিং ও হোমস্টে

অপরূপ সোমেশ্বরী নদী, বিজয়পুরের চীনামাটির পাহাড়, আর গারো সম্প্রদায়ের ঐতিহ্যবাহী বিভিন্ন স্থাপণা নিয়ে অনেকেরই পছন্দের গন্তব্য বিরিশিরি। রাস্তা  আর থাকার জায়গার সংকটের কারণে পছন্দ সত্বেও যেতে চান না অনেকেই। রাস্তাতো এখন প্রায় পুরোটাই ভালো, আর থাকার জন্য বিরিশিরিতে প্রথমবারের মতো ক্যাম্পসাইট চালু করা হয়েছে।

এই এলাকার পর্যটকদের থাকার প্রধান স্থান দূর্গাপুরের উৎরাইল বাজারে সাথে, নিরিবিলি একটি জায়গায় ক্যাম্পিংয়ের সাথে থাকছে নিচের সুযোগ সুবিধাগুলো:

Jumang Camping and Homestay, Netrokona

প্যাকেজ মূল্য: ১,০০০ টাকা জনপ্রতি

এর মধ্যে যা থাকছে:

১. তাঁবু (প্রতি তাঁবুতে ২ জন)

২. স্লিপিং ব্যাগ

৩. স্লিপিং ম্যাট

৪. বালিশ

৫. টেন্ট লাইট

৬. হ্যামক (শেয়ার বেসিস)

৭. দুপুরের খাবার

৮. রাতের খাবার

৯. সকালের নাস্তা

১০. বিকেলের হাল্কা নাস্তা (যখন যা হয়)

১১. বাথরুম (লো-কমোড) ও গোসলখানা

Jumang Camping and Homestay, Netrokona
Jumang Camping and Homestay, Netrokona

খাবারের মেন্যু:

১. দুপুরের খাবার: ভাত, মাছ, ডাল, ভাজি/ভর্তা, সালাদ

২. রাতের খাবার: ভাত, মুরগী, ডাল, ভাজি/ভর্তা অথবা বার বি কিউ চিকেন (১:৪), পরোটা ৩/৪ পিচ, সফট ড্রিংকস, সালাদ

৩. সকালের নাস্তা: ভুনা খিচুড়ি, ডিম, ভর্তা, চা

৪. বিকেলের নাস্তা: সিজনাল পিঠা অথবা বিস্কিট

Jumang Camping and Homestay, Netrokona

 শর্তাবলী:

১. অন্তত ৪ জন হলে বুকিং দেয়া যাবে সপ্তাহের যে কোন দিন।

২. বুকিং নিশ্চিত করতে হলে ৫০% অগ্রীম বিকাশে পরিশোধ করতে হবে। বিকাশ নাম্বার: 01717897495

৩. কোন কারণে বুকিং ক্যানসেল করতে হলে কমপক্ষে তিনদিন আগে জানাতে হবে, সেক্ষেত্রে পুরো টাকা ফেরত দেয়া হবে। তিনদিনের কম সময়ে জানালে বুকিংয়ের টাকা ফেরত পাওয় যাবেনা।

৪. ক্যাম্পসাইটটি গারো সম্প্রদায়ের আবাসিক এলাকা, যার আশেপাশে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠান রয়েছে। সাইটে শিষ্টাচার বজায় রাখতে হবে।

৫. কোন প্রকার মাদকদ্রব্য সেবন করা যাবেনা/অবৈধ কার্যকলাপ করা যাবেনা।

৬. ক্যাম্পসাইটে সব কাজই নিজেদের করতে হয়, সেবা পাওয়ার মানসিকতা থাকলে না আসা ভালো।

৭. ক্যাম্পসাইট নোংরা করা যাবেনা, নির্ধারিত স্থানে ময়লা-আবর্জনা ফেলতে হবে।

৮. খাবার নির্ধারিত সময়ে প্রস্তুত করে জানানো হবে, নিজের খাবার সংগ্রহ করে খেতে হবে।

৯. ক্যাম্পসাইটে টিউবওয়েলের সুপেয় পানি থাকবে।

১০. মোটর-সাইকেল ও সাইকেল পার্কিং করা যাবে। গাড়ি ক্ষেত্রে আগে থেকে জানালে আলোচনা সাপেক্ষে রাখার ব্যবস্থা করা হবে।

Jumang Camping and Homestay, Netrokona

কীভাবে যাবেন: 

ঢাকার মহাখালী থেকে দূর্গাপুরের বাস চলাচল করে। ভাড়া ৪০০ টাকা জনপ্রতি। এছাড়া মোহনগঞ্জ এক্সপ্রেস ও হাওড় এক্সপ্রেস নামে দুটো ট্রেন শ্যামগঞ্জ পর্যন্ত যায়, সেখান থেকে সিএনজিতে জনপ্রতি ১০০ টাকায় যাওয়া যায় দূর্গাপুর।

বুকিং করার জন্য যোগাযোগ করুনঃ 01717 897 495 (Whatsapp Available)

ফেসবুক পেইজ লিঙ্কঃ https://www.facebook.com/jumangbirishiri

Leave a Reply