শীতের আগমনী বার্তা শুরু হয়ে গেছে প্রকৃতিতে, কান পাতলেই শোনা যায় শীতের আগমনী শব্দ। গ্রাম এলাকায় এখনি কুয়াশাজড়ানো মায়াময় ভোরের দেখা মিলছে, সন্ধ্যা রাত্তিরেই সবুজের আচ্ছাদনে শিশির জমা শুরু হয়ে গেছে। এরকম সংবাদ শুনে শুনে মনের মধ্যে তাবুবাসের তীব্র বাসনা জেগে উঠলো আবারো। আগামী শুক্রবারের ছুটির দিনে ব্লু মুন কে কেন্দ্র করে
ঢাকার খুব কাছেই আমাদের অতি প্রিয় এক ক্যাম্প সাইটে যাচ্ছি। জায়গাটি সাঈ’জীর আশ্রম, পদ্মহেম ধাম। ইছামতী নদীর তীরে শান্ত স্নিগ্ধ, গাছগাছালি ঘেরা এই জায়গায় যতো যাই ততোই মন ভরে যায় ।
ঢাকা থেকে রওনা করবো সকাল ৯ টায়। গুলিস্তান গোলাপশাহ মাজারের সামনে সবাই একসাথে হয়ে যাত্রা করবো। ঐতিহ্যবাহী বিক্রমপুরের টিনের ঘর দেখতে দেখতে বালুচর বাজারে গিয়ে দুপুরেএ খাবার খাবো। তারপর ক্যাম্পসাইটে গিয়ে গাছের ছায়ায় হ্যামক ঝুলিয়ে দোল খাবো। ইছামতীর তীরে সূর্যাস্ত দেখতে দেখতে শুরু হবে সারারাত ধরে Hunters Moon দেখার প্রস্তুতি।
ইভেন্টে তথাকথিত কোনো স্পট নেই, যা আছে তা হলো লালন প্রেমে আচ্ছাদিত হয়ে এক ভক্তের গড়ে তোলা লালন আশ্রম, বটতলা, লালন গীতি বিদ্যালয়, ইছামতী নদীতে সারারত ধরে মাছ ধরা আর গ্রাম্য জীবন। চাঁদের আলোতে ভাসতে ভাসতে হবে আড্ডা-গল্প। কোনো হৈ-হুল্লোড়, স্পিকারে গান শোনার মানসিকতা, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলার অভ্যাস থাকলে আপনার জন্য এই ইভেন্ট নয়।
স্বনির্ভর ঘুরাঘুরি তে অভ্যস্ত করানোর জন্য ভ্রমণ কালীন কাজকর্ম সবাই মিলেমিশে করবো।
পরেরদিন সকালে সিরাজদীখান বাজার থেকে কলাপাতায় ক্ষীর খেয়ে ঢাকার পথে রওনা করবো।
খরচ আনুমানিক ৬০০ টাকা, খাবারের আয়োজনের উপর নির্ভর করে কম বেশী হতে পারে।